রহমত নিউজ ডেস্ক 07 April, 2023 02:48 PM
জেনে রাখা ভালো-
রহমতদিনগুলো পেরিয়ে মাগফিরাতেরও পাঁচদিন শেষ হতে চলল। বাকি সময়কে কাজে লাগিয়ে সফলতা অর্জনে এগিয়ে চলি।
করবো-
অঙ্গীকার পূরণ
ছাড়বো-
অঙ্গীকার পূরণ না করা
মাসআলা-
নাক এত জোরে সাফ করা, যার ফলে কফ গলার মধ্যে চলে যায়, তাহলেও কোনো সমস্যা নেই। দুররে মুখতার : ৩/৩৭৩
ভুল ধারণা-
ভুল করে খেয়ে ফেললে রোজা ভেঙে যায়, এটাও ভুল ধারণা। ভুলে কোনো কিছু খেয়ে ফেললেও রোজার ক্ষতি হবে না।
আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১৫তম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)
সুসংবাদ-
‘রমযান মাস এলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়।’ (বুখারি ১৮৯৯)
উপকারিতা-
রোযার মাধ্যমে আপনি শরীরকে টক্সিনমুক্ত করতে পারবেন সহজেই। সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করার সুযোগ মেলে রমযানে।
ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।